Thursday, March 7, 2019

সানাইয়ের উপর ক্ষেপেছেন শবনম ফারিয়া




ঢাকা : সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ছাড়ানো থেকে বিরত থাকবেন এই অঙ্গীকারের মুচলেকা নিয়ে রোববার (১৭ ফেব্রয়ারি) বিকেলে নায়িকা-মডেল সানাই মাহবুব সুপ্রভাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে সকালে তাকে আটক করে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে সানাই এর আটকের খবরের একটি স্কীনশর্ট দিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়াও। রোববার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সানাইয়ের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।
পাঠকদের জন্য শবনম ফারিয়ার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘এদের মতো অসভ্য কুলাঙ্গারগুলার জন্য সবার নাম খারাপ হয়! সে নাকি অভিনেত্রী !!! কিসের অভিনেত্রী??? কোথায় কাজ করেছে??? কোন নাটক? কোন সিনেমা? শুধু শুধু অ্যাটেনশনের জন্য মিডিয়ার নাম বিক্রি!’
ফারিয়া আরও লেখেন, ‘এসব অশালীন মেয়েদের জন্য আমাদের একশো কথা শুনতে হয়! আর আমাদের মিডিয়া, যত ফকিন্নি/ঝকিন্নি আছে সেগুলো নিয়ে মাতামাতি! কেন এদের ভাইরাল করতে হবে? কেন এদের ইন্টারভিট নিয়ে যে জানে না, যে চেনে না তাকে জানাতে/চেনাতে হবে?’
‘কেন তার এসব অসভ্যতাকে এতদিন লাই দেয়া হলো? কেন প্রথমেই তাকে বয়কট করলো না মিডিয়া? কেন তার নামের পাশে অভিনেত্রী যোগ করা হলো???’
‘আমি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানাই তাদের এই পদক্ষেপের জন্য!’

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home